ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সাভার পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
সাভার পৌরসভার বাজেট ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভার পৌরসভার অনলাইন সেবা উদ্বোধন এবং ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে সাভার পৌরসভা মিলনাতায়নে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জাফর আহমদ চৌধুরীর উপস্থিতে পৌর মেয়র মো. আবদুল গণি এ বাজেট ঘোষণা করেন।

এবার ১৫০ কোটি ৯০ লাখ ৮৩ হাজার ২৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার ৪৫২ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫১ লাখ ৩৭ হাজার ৮৩৯ টাকা।
 
বাজেট ঘোষণা উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিক বাজেট পেশ করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ছামছুদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্যানেল মেয়র ও পৌর দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল মানিক মোল্লা।

এর আগে ল্যাপটপের মাধ্যমে অনলাইন সেবা কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জাফর আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইমাম, সচিব সিকদার মোহাম্মদ আব্দুর রব, মেডিকেল অফিসার ডা. আয়েশা সিদ্দীকাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।