[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৪ শ্রাবণ ১৪২৫, ১৯ জুলাই ২০১৮

bangla news

ন্যূনতম মজুরি ১৬০০০ টাকা করার দাবি পোশাক শ্রমিকদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-০৫ ১:৫০:৫৭ পিএম
পোশাক শ্রমিকদের তিনটি সংগঠনের বিক্ষোভ/ছবি: শাকিল

পোশাক শ্রমিকদের তিনটি সংগঠনের বিক্ষোভ/ছবি: শাকিল

ঢাকা: গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে পোশাক শ্রমিকদের তিনটি সংগঠন।

বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা ব‌লেন, গার্মেন্টস শিল্প অর্থনীতিকে সমৃদ্ধ করছে। আর এর শ্রমিকদের মজুরি দারিদ্র্যসীমার আয়ের নিচে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই দেশের আর্থ-সামাজিক অবস্থা বিচার করে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করা দরকার।

বক্তরা বলেন, মজুরি বাড়ানো শ্রমিকদের ন্যায্য দাবি। আশা করছি শিগগিরই আমাদের এ সমস্যার সমাধান হবে।

মানববন্ধনে বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩৪৩ জুলাই ০৫, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa