ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঝিনাইদহ পৌরসভার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
ঝিনাইদহ পৌরসভার বাজেট ঘোষণা উন্মুক্ত প্রস্তাবিত বাজেট আলোচানা সভা। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরে জন্য ১২৮ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ জুলাই) সকালে ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) সরোজ কুমার নাথ।

 
আরও উপস্থিত ছিলেন- পৌরসভার সচিব মোস্তাক আহমেদ, কমিশনার জাহিদুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, সাইফুল ইসলাম মধু, আব্দুর রাজ্জাক, গোলাম মোস্তফা, বদির উদ্দিন, সুফিয়া বেগম, বুলবুলি ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন কোনো কর আরোপ ছাড়াই এবারের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা। এ বাজেটে বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ, মানববর্জ্য শোধনাগারের সম্প্রসারণ, শহরের অবকাঠামো উন্নয়ন, সৌর বিদ্যুৎ স্থাপনসহ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad