ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

মিশ্র প্রবণতায় ঈদের পর পুঁজিবাজারের প্রথম লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
মিশ্র প্রবণতায় ঈদের পর পুঁজিবাজারের প্রথম লেনদেন

ঢাকা: ঈদুল ফিতরের পর প্রথম কার্যদিবস সোমবার (১৮ জুন) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের মিশ্র প্রবণতায়। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয় সূচকের তেজিভাবের মধ্য দিয়ে। যা অব্যাহত থাকে বেলা পৌনে ১১টা পর্যন্ত।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। বেলা সোয়া ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৫ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৫২ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১ কোটি ৪৮ হাজার ২৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ১০০ কোটি ৭৩ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৪৩ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।