ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সিলভা ফার্মাসিউটিক্যালসের আইপিও অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুন ১১, ২০১৮
সিলভা ফার্মাসিউটিক্যালসের আইপিও অনুমোদন

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সোমবার (১১ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৪৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।  

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 এতে বলা হয়, কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলভা ফার্মাসিউটিক্যালসকে আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজ‍ার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।  

এ টাকা মেশিনারিজ যন্ত্রপাতি ও কলকব্জা কেনা, কারখানার ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে কোম্পানিটি।

২০১৬-১৭ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ০৩ টাকা। আর ২০১৭ সালের ৩০জুন পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪৮ টাকায়।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এমএফআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।