ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বাজেট

বাজেট বক্তৃতায় যা যা বললেন অর্থমন্ত্রী 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুন ৭, ২০১৮
বাজেট বক্তৃতায় যা যা বললেন অর্থমন্ত্রী  অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা

ঢাকা: জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 

নির্বাচনী বছরে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক এই বাজেট বক্তৃতায় বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরার পাশাপাশি খরচের নানা খাত ও সংস্থানের কথাও জানিয়েছেন তিনি।  

বৃহস্পতিবার (৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

এরপর বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী।  

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। এ পর্যন্ত বিভিন্ন সরকারের আমলে ৪৬টি বাজেট পেশ করেছেন ১৪ জন অর্থমন্ত্রী (অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসক)।  

সেই হিসেবে এবার ৪৭তম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী এএমএ মুহিত।  

মুহিতের এটি ১২তম বাজেট আর আওয়ামী লীগ সরকারের ১৮তম। আগামী ২৮ জুন সংসদের অধিবেশনে এটি পাস হবে।  

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা পড়তে ক্লিক করুন 

বাংলাদেশ সময়:  ১৬৩৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।