ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ভোটের বছরের বাজেট কিছুক্ষণের মধ্যেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, জুন ৬, ২০১৮
ভোটের বছরের বাজেট কিছুক্ষণের মধ্যেই

ঢাকা: নতুন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে বৃহস্পতিবার (৭ জুন)। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের টানা দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট এটি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন। এটি ৮৪ বছর বয়সী মুহিতের টানা ১০ম এবং সবমিলিয়ে ১২তম বাজেট হতে যাচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, বাজেটের সম্ভাব্য আকার হবে চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার ছিল চার লাখ ২৬৬ কোটি টাকা। সে হিসেবে নতুন অর্থবছরের বাজেট বিগত বছরের চেয়ে ৬৪ হাজার ৩০৭ কোটির বেশি হতে চলেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বিশাল বাজেটে বরাবরের মতোই অর্থ যোগানের প্রধান খাত রাজস্ব আদায়। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হতে পারে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা; যা গত বাজেটের চেয়ে ৪৮ হাজার ১১ কোটি টাকা বেশি।  যদিও গত অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ২৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি ছিল।

নতুন অর্থবছরের উন্নয়ন বাজেট অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করা হতে পারে ১ লাখ ৭৩  হাজার কোটি টাকার। সরকারের ব্যাংক ঋণ ধরা হতে পারে ৪২ হাজার ২৯ কোটি টাক‍া। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকবে ৭ দশমিক ৮ শতাংশ। এছাড়া মূল্যস্ফীতি নির্ধারণ করা হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ।

পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনী বছরের এ বাজেটে ‘ভোটার তুষ্টির’ প্রয়াস দেখা যেতে পারে। তার ইঙ্গিতও দিয়েছেন অর্থমন্ত্রী। মুহিত বলেছেন, এই বাজেটে নতুন কর আরোপ হবে না।

অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, প্রতিবারের মতো এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এছাড়া, বাজেট উপস্থাপনের পর দিন অর্থাৎ শুক্রবার (৮ জুন) বিকেল আড়াইটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন মুহিত।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।