ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

তিনদিন পর সূচকের উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
তিনদিন পর সূচকের উত্থান

ঢাকা: টানা তিন কার্যদিবস দরপতনের পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস (২৫ এপ্রিল) বুধবার লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর আগের গত রোব, সোম এবং মঙ্গলবার উভয় বাজারে দরপতন হয়েছে। তবে তার আগের কার্যদিবস বৃহস্পতিবার উত্থানের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

বুধবার সূচক বৃদ্ধির মধ্যদিয়ে সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরু হয়ে চলে ১১টা পর্যন্ত। এরপর শুরু হয় সূচকের ওঠানামা যা অব্যাহত ছিলো দুপুর পৌনে ২টা পর্যন্ত। তবে দিনের বাকি লেনদেন হয় সূচক বৃদ্ধির মধ্যদিয়ে।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ১২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯১৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৭ লাখ ১৮ হাজার টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ৪৯৫ কোটি ৩৫ লাখ ১৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮৫ কোটি ৬৫ লাখ ৮১ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯২ কোটি ৪১ লাখ ১৯ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৪ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০২ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৬ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।  
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮১৪ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ৯২টির, আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।