[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৪ শ্রাবণ ১৪২৫, ১৯ জুলাই ২০১৮

bangla news

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সকে সতর্ক করেছে বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১০ ৫:৪৩:২৭ পিএম
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড

ঢাকা: যথা সময়ে আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডকে সতর্ক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।
 

মঙ্গলবার (১০ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৪০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানির ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং ৩১ মার্চ ২০১৬ সালের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দেয়নি।
 
যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস, ১৯৮৭ এর রুল ১২, সাব রুলস(৩এ) ও কমিশনের কোটিফিকেশন নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০৮-১৮৩/এডিমন/০৩-৩১ সেপ্টেম্বর ২৭, ২০০৯ লঙ্ঘন।
 
তাই মঙ্গলবারের সভায় কোম্পানিটিকে সর্তক করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa