ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

কৃষি

মধুপুরে এক বোঁটায় ৪০ লাউ!

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, মার্চ ২৭, ২০১৮
মধুপুরে এক বোঁটায় ৪০ লাউ! এক বোঁটায় ঝুলছে ৪০টি লাউ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়া ইউনিয়নের টিকরি গ্রামের একটি বাড়িতে লাউ গাছের এক বোঁটায় ছোট বড় ৪০টি লাউ ধরেছে।

মধুপুর উপজেলার টিকরি বাজারের চা বিক্রেতা মকবুল মিয়ার বাড়ির লাউয়ের মাচায় এমন লাউ ধরেছে। এই লাউ গাছটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ তার বাড়িতে ভিড় করছেন।

দর্শনার্থীদের সঙ্গে নানা খুনসুটি আলোচনা করা ও হরেক প্রশ্নের উত্তর দিয়ে সময় পার হচ্ছে মকবুলের।

লাউ গাছটির মালিক মকবুল মিয়া জানান, একটি বোঁটায় এতগুলো লাউ ধরায় নরম কাপড় দিয়ে বোটা শক্ত করে বেঁধে দিয়েছি। লাউ গাছটি দেখতে অনেক মানুষ আসছেন, আবার অনেকে ফোন করেও খবর নিচ্ছেন।

দড়িহাতীল গ্রামের দর্শনার্থী আবুল কালাম আজাদ বলেন, গাছের একটি বোঁটা থেকে ছোট-বড় ৪০টি লাউয়ের জন্ম, বিষয়টি খুবই বিষ্ময়কর!
বাজারের চাপরা বিক্রেতা মো. আব্দুর রহিম মিয়া বলেন, একটা বোঁটায় এতগুলো লাউ ধরার ঘটনা আমার জীবনে প্রথম দেখলাম।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান, এক বোঁটায় ৪০টি লাউ ধরার ঘটনাটি অস্বাভাবিক। সাধারণত এরকম হয় না।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।