ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পুঁজিবাজারে বড় দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
পুঁজিবাজারে বড় দরপতন

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ মার্চ) বড় দরপতনের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৭৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১২৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি উভয় বাজারে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এর ফলে তিন কার্যদিবস উত্থানের পর টানা তিনদিন দরপতন হলো। বুধবার ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম‍ কমায় বড় দরপতন হয়েছে। একই অবস্থা ছিলো এর আগের দিনও।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা পুঁজি হারানোর আতঙ্কে দিন পার করছেন। ক্ষুদ্র বিনিয়োগকারী‍রা নিজেদের শেয়ার বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পর্যবেক্ষন করছেন। এ অবস্থা সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টম্যান্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেট সার্পোটের প্রয়োজন, কিন্তু তারা হাত গুটিয়ে রয়েছেন।

ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারে ১০ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৩৫১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৮ লাখ ১৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৪১ কোটি টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫১২ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ২৭৫ কোটি ৩৭ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭৬ দশমিক ৮৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৭ দশমিক ৩৬ পয়েন্ট কমে ২ হাজার ৮৪ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১১ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ৩২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।
 
অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১২৯ দশমিক ২৮ পয়েন্ট কমে ১০ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৬ কোটি ৫১ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টির,কমেছে ১৮০টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।