ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন আরো কমলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
ডিএসইতে লেনদেন আরো কমলো

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ মার্চ) দরপতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭৬ পয়েন্ট।

এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। তবে তার আগের কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছিলো।

 

রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৬ কোটি টাকা। যা গত ২০ মাসের মধ্যে সর্বনিন্ম। এর আগে ২০১৬ সালের ১০ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিলো ২০৯ কোটি ৫৪ লাখ ৯২ হাজার টাকা। সিএসইতেও আগের দিনের চেয়ে লেনদেন অর্ধেক কমেছে। এদিন লেনদেন হয়েছে মাত্র ১২ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতসহ বেশির ভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম কমায় পুঁজিবাজারে দরপতন হয়েছে। পাশাপাশি ক্রেতা সংকটে লেনদেন ক্রমাগতভাবে কমছে।

ডিএসইর তথ্যমতে, রোববার বাজারে ৬ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ৫০৭ সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ২৩৬ কোটি ৭৩ লাখ ৮১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৭৩ কোটি ৯১ লাখ ৪৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৭৩ লাখ ২১ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৪২৬ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৪ দশমিক ৬২ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক দশমিক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৯ দশমিক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২৪৬ এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭৬ দশমিক ১৮ পয়েন্ট কমে ১০ হাজার ৭৯০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৪ লাখ ১১ হাজার ৬৫৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১৬৩টির, আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।