ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ ফেব্রুয়ারি) বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৭৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৫৩ পয়েন্ট।

এদিনও সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর ফলে টানা ছয় কার্যদিবস দেশের উভয় বাজারে দরপতন হলো।

 

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ৮ কোটি ৪২ লাখ ৬ হাজার ৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৮৪ কোটি ৪ লাখ ২১ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ২৮৯ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৩৯১ কোটি ৪৩ লাখ ৪ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭৪ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২৮ দশমিক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ১৪২ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ১৪ দশমিক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫৩ দশমিক ৭১ পয়েন্ট কমে ১০ হাজার ৮৬৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৭২৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৩ কোটি ৬৬ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১৭০টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।