ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পুঁজিবাজারে ব্যাপক দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
পুঁজিবাজারে ব্যাপক দরপতন

ঢাকা: ব্যাপক দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৫ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর আগের কার্যদিবস রোববারও উভয় বাজারে দরপতন হয়েছিলো।

 

এদিন ডিএসইতে সূচক কমেছে ৬১ পয়েন্ট। আর সিএসইতে কমেছে ১১১ পয়েন্ট। ফলে ডিএসইতে টানা দুই কার্যদিবস সূচক পতন হলো। তার আগে টানা পাঁচ কার্যদিবস সূচক পতনের পর একদিন সূচক বাড়ে। তবে সিএসইতে টানা আট কার্যদিবস সূচক পতন হয়েছে।

ডিএসই’র তথ্য মতে, বাজারে ৯ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ৭৯২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪০৬ কোটি ১৪ লাখ ৩৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩২৮ কোটি ৮০ লাখ ৮৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৫১ লাখ ৩৯ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬০ দশমিক ০৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৭ দশমিক ৬৩ পয়েন্ট কমে ২ হাজার ২২৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৭ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯৯ পয়েন্ট কমে ১১ হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ১১৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৬ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৯২ লাখ ২০ হাজার ৪৩৯ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৭১টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।