ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পদ্মাসেতুতে রেল সংযোগে চীনের সঙ্গে চুক্তি ডিসেম্বরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
পদ্মাসেতুতে রেল সংযোগে চীনের সঙ্গে চুক্তি ডিসেম্বরে পদ্মাসেতু

ঢাকা: পদ্মাসেতুতে রেল সংযোগ স্থাপনে চীনের সঙ্গে ৩১৫ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি হচ্ছে ডিসেম্বরে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম রোববার (১৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান।
 
প্রকল্প অনুযায়ী, ঢাকার গেণ্ডারিয়া থেকে শুরু হয়ে পদ্মাসেতু দিয়ে রেললাইনটি গিয়ে শেষ হবে যশোরে।

১৬৯ কিলোমিটার দীর্ঘ এ রেললাইন নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৯৮৯ কোটি টাকা। এর মধ্যে চীন থেকে ঋণ পাওয়া যাবে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা। আর বাকি ১০ হাজার ২০০ কোটি টাকা আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে।
 
পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের মূল অর্থায়নকারী চীনের এক্সিম ব্যাংক ঋণ চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে না বলে সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এটিকে ভিত্তিহীন সংবাদ উল্লেখ করে ইআরডি সচিব বলেন, রেলসংযোগ প্রকল্প নিয়ে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। এগুলোর কোনো ভিত্তি নেই বলে আমি মনে করি। আপনাদের বলতে পারি আগামী ডিসেম্বর মাসেই পদ্মায় রেলসংযোগ প্রকল্পে চীনের সঙ্গে ঋণ চুক্তি হবে। এই চিন্তাকে সামনে রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (বার্ষিক) সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭/আপডেট ১৭৪০ ঘণ্টা
এমআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।