ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পুঁজিবাজারে দরপতন টানা দুই কার্যদিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
পুঁজিবাজারে দরপতন টানা দুই কার্যদিবস

ঢাকা: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ অক্টোবর) দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। ফলে মঙ্গলবারের ঊর্ধ্বমুখী প্রবণতার পর টানা দুই কার্যদিবস পতন হলো সূচকের।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১১৮ পয়েন্ট।

এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম কমেছে। আর এই কারণে দরপতন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ২০ কোটি ৯১ লাখ ২৬ হাজার ৭৬৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৪৩ কোটি ২৯ লাখ ৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৯২ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৪ দশমিক ১৬ পয়েন্ট কমে ৬ হাজার ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২ হাজার ১৯৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৬ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১৮ দশমিক ১ পয়েন্ট কমে ১১ হাজার ৩৭৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ২১ লাখ ২৬ হাজার ৩৬৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৯৮১ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়:১৫২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad