ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

ঢাকা: সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কমিশনের ৬১২ তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৮০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

এর মধ্যে উদ্যোক্তা দেবে ৫০ কোটি টাকা এবং বাকি ৩০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া হবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। প্রতিষ্ঠানটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে সিএপিএম কোম্পানি লিমিটেড। আর ট্রাস্টি এবং কাস্টডিয়ানের দায়িত্ব পালন করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ(আইসিবি)।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।