ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

শেয়ারবাজার

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
পুঁজিবাজারে দরপতন অব্যাহত

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। বুধবারে মত এদিনও সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম এবং বাজার মূলধনও।
 

বৃহস্পতিবার সূচকের কিছুটা ওঠানামার মধ্যদিয়ে লেনদেন শুরু হয়। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন, যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১ পয়েন্ট।
 
এর ফলে ডিএসইতে সূচক কমলো দুই আর সিএসইতে স‍ূচক কমলো টানা তিন কার্যদিবস।
 
ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ২৯কোটি ২৪ লাখ ৩৬ হাজার ৫১৭টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৮০কোটি ৪৭ লাখ ১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৮২কোটি টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫০৮কোটি ৭৩ লাখ ৯৩ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫২৫কোটি টাকা।  


তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৬ হাজার ১৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০মূল্য সূচক ১ দশমিক ০৫ পয়েন্টে কমে ২ হাজার ১৯৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৪ দশমিক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ৫০ পয়েন্ট কমে ১১ হাজার ৫৭৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ১৪ লাখ ২৫ হাজার ১৪৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫১কোটি ১৭ লাখ ১০৮টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭৮কোটি ১ লাখ ৭২ হাজার ৭৭২ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮কোটি ৩৯ লাখ ৭০ হাজার ৮০৭ টাকার।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এমএফআই/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।