ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কাস্টমসের নতুন ওয়েবসাইট উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
কাস্টমসের নতুন ওয়েবসাইট উদ্বোধন বাংলাদেশ কাস্টমসের নতুন ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা/ছবি: হারুণ

ঢাকা: ‘কাস্টমসের সব তথ্য আপনার হাতের নাগালে’ স্লোগানে বাংলাদেশ কাস্টমসের সব সুবিধা পেতে উদ্বোধন করা হলো বাংলাদেশ কাস্টমসের নতুন ওয়েবসাইট (www.bangladeshcustoms.gov.bd)

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে ওয়েবসাইটটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
 
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, ইউএসএআইডির মিশন ডিরেক্টর জেনিনা জারুজেকসকি, ইউএসএআইডির বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাক্টিভিটির চিফ অব পার্টি মো. খায়রুজ্জামান মজুমদার, এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমান, এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন রাজেশ প্রমুখ।


 
মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডি’র বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাক্টিভিটি (বিটিএফএ) প্রকল্পের আওতায় এনবিআর ও ইউএসএআইডি যৌথভাবে এ ওয়েবসাইটটি তৈরি করেছে।
 
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, আমরা সব কাজে জনগণকে সম্পৃক্ত করছি। এ ওয়েবসাইটটির মাধ্যমে জনগণের আরও কাছে আমরা যেতে পারবো বলে আশা করছি। এছাড়া একটি বিদেশি দৈনিক লিখেছে বাংলাদেশ পাকিস্তানের সব দিক থেকে ছাড়িয়ে গেছে। শুধু অর্থনৈতিক নয়, জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে জাতীয়, উৎপাদন, মাথাপিছু উৎপাদন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যবসা-বাণিজ্য, গণতন্ত্রায়ন, স্বচ্ছতা অর্জন করেছি আমরা। প্রতিটি ক্ষেত্রে আমরা তাদের ছাড়িয়ে গেছি। আমাদের উন্নতি এখন আর কেউ অস্বীকার করতে পারে না।
 
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, আমরা জনগণের কাছে যেতে চাই। আশা করি সেটা আমরা করতেও পারছি। এনবিআর সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। এছাড়া ইউএসএআইডির সঙ্গে এনবিআরের পার্টনারশিপ আছে। কাস্টমসের এ ওয়েবসাইটটির মাধ্যমে ব্যবসার গতি আরও বাড়বে।
 
ইউএসএআইডির মিশন ডিরেক্টর জেনিনা জারুজেকসকি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ওয়েবসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেননা কাস্টমস ব্যবসায়িক উন্নতিতে ব্যাপক ভূমিকা পালন করে। ফলে ওয়েবসাইটটি হওয়ায় এখন পণ্য শুল্কায়নের ক্ষেত্রে সময় যেমন বাঁচবে, তেমনিভাবে রাজস্বও বাড়বে।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এসজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।