ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ঝালকাঠিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপ-মহাব্যবস্থাপক এবিএম জহুরুল হুদা।  

আল-আরাফা ইসলামী ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা, ডেপুটি ক্যামেলকো মো. ইয়াহিয়া।

 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আল-আরাফা ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখা এ কর্মশালায় ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন ব্যাংকের ২৯টি শাখার ৪৯ জন ব্যবস্থাপক ও ব্রাঞ্চ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স (বামেলকো) অংশ নেন।  

কর্মশালায় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন রোধে ব্যাংক কর্মকর্তাদের নানা কৌশল শেখানো হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।