ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

রূপালী ব্যাংকের শেয়ার ক্রেতা আছে বিক্রেতা নেই  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
রূপালী ব্যাংকের শেয়ার ক্রেতা আছে বিক্রেতা নেই  

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংকের শেয়ার ক্রেতা আছে বিক্রেতা নেই।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এই অবস্থা দেখা গেছে। এদিন বেলা দেড়টায় ডিএসইর স্ক্রিনে সর্বশেষ দেখা গেছে ৬০টাকা দামে শেয়ার কেনার জন্য আবেদন করেছে কিন্তু কোনো বিক্রেতা নেই।

 

এর আগের দিন (বুধবার) লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়ে।

১৯৮৬ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিটির ৯০ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে সরকারে হাতে। প্রাতষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২ দশমিক ৯৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রযেছে ৬ দশমিক ৮৭ শতাংশ শেয়ার।

তবে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে কোনো শেয়ার নেই।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪,২০১৭
এমএফআই/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad