[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ১ অগ্রহায়ণ ১৪২৪, ১৬ নভেম্বর ২০১৭

bangla news

চাঁদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-১২ ৯:৪৯:০০ পিএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরনো বাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।

মেলার আয়োজক চাঁদপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ঢাকা বেনারশি ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পুরনো বাজার মধুসূদন হাইস্কুল মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুনাহার।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী এবং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সালাউদ্দিন মো. বাবর। অনুষ্ঠান পরিচালনা করেন মো. ইউনুস উল্যাহ।
 
মেলায় ৬৭টি স্টল রয়েছে। প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। মেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa