ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

ডিএসইতে কমেছে সূচক, বেড়েছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
ডিএসইতে কমেছে সূচক, বেড়েছে লেনদেন

ঢাকা: দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিন শেষে উভয় বাজারে সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে ডিএসইতে বেড়েছে লেনদেন।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে প্রায় ২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ২০ পয়েন্ট।

এর ফলে টানা দুই কার্যদিবস সূচক বাড়ার পর সোম ও মঙ্গলবার টানা দুই কার্যদিবস সূচক কমলো।
 
ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ৩৬ কোটি ৬৫ লাখ ১৭ হাজার ৬৫০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ২০৩ কোটি ৪৭ লাখ ১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৫২ কোটি ৩৪ লাখ ৪২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ১ হাজার ২৫৯ কোটি ৯০ লাখ টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ৮০ পয়েন্ট কমে ৬ হাজার ১৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৮ দশমিক ০৬ পয়েন্টে কমে ২ হাজার ২০০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৬ দশমিক ০৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২০ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১১ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৭১ লাখ ৬৫ হাজার ৪৭১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭১ কোটি ১৩ লাখ ৫ হাজার ২০১ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad