[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৬ আষাঢ় ১৪২৫, ১৯ জুন ২০১৮

bangla news

পুঁজিবাজারে মূল্যসংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-১১ ৪:০১:৩৯ পিএম
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো

ঢাকা: টানা দুই কার্যদিবস সূচক বাড়ার পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে মূল্যসংশোধন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৬ পয়েন্ট। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ২৩ পয়েন্ট।

পাশাপাশি কমেছে লেনদেন, বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। 

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ৩২ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ১৩৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ১৫২ কোটি ৩৪ লাখ ৪২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ১ হাজার ২৫৯ কোটি ৯০ লাখ টাকা।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬ দশমিক ২৮ পয়েন্ট কমে ৬ হাজার ১৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক কমলেও ডিএস-৩০ মূল্যসূচক ৭ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৩ দশমিক ৭২ পয়েন্ট কমে ১১ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ১৩ লাখ ৫ হাজার ২০১ টাকা।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa