ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সূচকের উত্থানে সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
সূচকের উত্থানে সপ্তাহ পার

ঢাকা: দরপতনের একদিন পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ আগসস্ট) দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে এর আগের দিন বুধবার উভয় বাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

বৃহস্পতিবার দিনভর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনেদেন হয়। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৯ পয়েন্ট।

দেশের অপরবাজার চট্টগ্রাম স্টকএক্সচেঞ্জে(সিএসই)বেড়েছে ৫০ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ২০ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ১৯৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৮২কোটি ১০ লাখ ৮৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৭৬ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা। তার আগের দিন লেনদনে হয়েছিলো ৯৭৮ কোটি ৮ লাখ ২ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৮৭৮ কোটি ৮ লাখ ২ হাজার টাকার। তারও আগের দিন লেনদেনহয়েছিলো ৭৫৮ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৯ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৯ দশমিক ০৪ পয়েন্টে বেড়ে ২ হাজার ১১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫০ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৮৫৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৭ লাখ ৭৬ হাজার ৩৭২টাকা। তার আগের দিন লেনদেন হয়েছে ৭২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৯১ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার ৯৯০ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।