ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

বন্যার্তদের একদিনের বেতন দেবে সিএসই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
বন্যার্তদের একদিনের বেতন দেবে সিএসই ফাইল ফটো

ঢাকা: বন্যার্তদের  পাশে দাঁড়াতে  একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (২৩ আগস্ট) সিএসই এ সিদ্ধান্ত নেয়। পরে প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

একই সঙ্গে সিএসই’র পরিচালনা পর্ষদ সদস্যরাও বন্যার্তদের সহযোগিতার জন্য সম্মানী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিএসই’র কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের এই টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।  

খুব শিগগির সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার এ অর্থ ত্রাণ তহবিলে হস্তান্তর করবেন। একই সঙ্গে এমডি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।  

এদিকে দেশের অপর পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বন্যার্তদের সহযোগিতা প্রদানের পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানা গেছে।

 বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।