ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্যসংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
পুঁজিবাজারে মূল্যসংশোধন

ঢাকা: টানা দুই কার্য দিবস উত্থানের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার(২৩ আগস্ট) দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ২১ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর আগের টানা দুই কার্যদিবস সোম ও মঙ্গলবার উভয় বাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

তবে তার আগে টানা তিন
কার্যদিবস (বুধ, বৃহস্পতি এবং চলিত সপ্তাহে রোববার) দরপতন হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ২৩ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার ৭২৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৮৭৬ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ৯৭৮ কোটি ৮ লাখ ২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮৭৮ কোটি ৮ লাখ ২ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭৫৮ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১ দশমিক ০৩ পয়েন্টে কমে ২ হাজার ১০২ পয়েন্ট এবং
ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৫ দশমিক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৭ লাখ ৭৬ হাজার ৩৭২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৭২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৯১ টাকার।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।