ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

জুলাইয়ে ডিএসইর রাজস্ব আদায় ২৫ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
জুলাইয়ে ডিএসইর রাজস্ব আদায় ২৫ কোটি টাকা

ঢাকা: চলতি বছরের জুলাই মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)  থেকে ২৫ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৮৯০ টাকা রাজস্ব আদায় হয়েছে। এই টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  

ডিএসই’র তথ্য মতে, নতুন অর্থবছরের (২০১৭-১৮) প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে ব্রোকারেজ হাউজগুলোর টার্নওভার থেকে ডিএসই সরকারকে ২০ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৮৯০ টাকা রাজস্ব আদায় করেছে।

এ ছাড়াও উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি থেকে ৪ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৫৮৭ টাকা রাজস্ব আদায় করেছে।


 
এর আগে চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত মোট ৬ মাসে ১৫৭ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ১৭টাকা রাজস্ব আদায় করেছে।  
 
এর মধ্যে  চলতি বছরের প্রথম ৬ মাসে ডিএসই সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ১১৩ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৯৬৫ টাকা।
 
অন্যদিকে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ৪৪ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৫২ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।