ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিএসসিসির বাজেট ৩৩৩৭ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
ডিএসসিসির বাজেট ৩৩৩৭ কোটি টাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা/ছবি: বাদল

ঢাকা: নতুন অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জন্য ৩ হাজার ৩৩৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০১৭-২০১৮ অর্থবছরে তিন খাত থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ৬৪ কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার (২৪ জুলাই) দুপুরে ডিএসসিসির মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে বাজেট সভায় ২০১৭-২০১৮ উপস্থাপন করেন প্রধান নির্বাহী (সিও) খান মোহাম্মদ বিলাল।

মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে বাজেট সভায় উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও কাউন্সিলররা।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ৬৪ কোটি ৭৮ লাখ টাকা। অন্যান্য আয় ৭ কোটি ৮৬ লাখ টাকা। আর মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ২ হাজা‌র ১২৮ কোটি ৫৯ লাখ টাকা।

প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৩৭ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব ব্যয় ৬০৯ কোটি ৮২ লাখ টাকা, অন্যান্য ব্যয় ৬৯ কোটি ৪৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৬৮ কোটি ৪১ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।