ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সূচক পতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
সূচক পতনে সপ্তাহ শুরু

ঢাকা: দরপতনের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার(২৩ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১৯ পয়েন্ট।


 
পাশাপাশি কমেছে লেনেদেন, বাজার মূলধন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
 
তবে তার আগের কার্যদিবস বৃহস্পতিবার সূচক বেড়েছিলো। তারও আগের টানা কার্যদিবস (সোম, মঙ্গল ও বুধবার) পুঁজিবাজারে সূচক পতন হয়েছে।
 
ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ১৪ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ৫৯৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছে ৬৩৬ কোটি ৬৩ লাখ ৩২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৯ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬২কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ৮৭ পয়েন্ট কমে৫ হাজার ৭৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ০ দশমিক ৬২ পয়েন্টে কমে ২ হাজার ১২১পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৩১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৯ দশমিক ৮০ পয়েন্ট কমে ১০ হাজার ৮২৩ পয়েন্টে অবস্থান করছে।  
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ৬০১ টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছে ৪১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ১৬৩ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭১ কোটি ১৪ লাখ ২৯ হাজার ২৩৯ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৩৩টি এবং ৩০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।