ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বরিশালে বসুন্ধরা টিস্যুর ট্রেড স্কিমের সাফল্য উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
বরিশালে বসুন্ধরা টিস্যুর ট্রেড স্কিমের সাফল্য উদযাপন অনুষ্ঠান মঞ্চে অতিথিরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘অটুট বন্ধনে পথ চলা’ শীর্ষক স্লোগানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালে ‘বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কিম-২০১৬ এর সাফল্য উদযাপন’ হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে বরিশালের গড়িয়ারপাড়স্থ ব্র্যাক ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বসুন্ধরা টিস্যু পণ্যের পরিবেশক শাহারিয়ার বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা টিস্যু পণ্যের ন্যাশনাল ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম সারওয়ার নওশাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ও ফরিদপুরের আঞ্চলিক ম্যানেজার মো. আলমগীর হোসেন, দৈনিক কালের কণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান রফিকুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এরিয়া ম্যানেজার মো. নাছির উদ্দিন,  মো. সোহেল রানা, রবিন কুমার রায়সহ বরিশাল ও পিরোজপুর জেলার ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে আলোচনা পর্বের পাশাপাশি র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়।     

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুলাই  ২১, ২০১৭
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।