ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ব্যাংকিং

বৃহস্পতিবার ৫ উপজেলায় ব্যাংক বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
বৃহস্পতিবার ৫ উপজেলায় ব্যাংক বন্ধ

ঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের চারটি জেলার ৫টি উপজেলায় বৃহস্পতিবার (১৩ জুলাই) সাধারণ ছুটি ঘোষণা করায় ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
 

বুধবার (১২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
 
এতে বলা হয়েছে, ২৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল, টাঙ্গাইল জেলার সদর ও মুধপুর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।


 
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।