[x]
[x]
ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪২৫, ২৫ জুন ২০১৮

bangla news

মুন্সিগঞ্জে ‘বেস্ট বাই’র শোরুম চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১২ ৩:৫৪:১৩ পিএম
মুন্সিগঞ্জে ‘বেস্ট বাই’র শোরুম চালু

মুন্সিগঞ্জে ‘বেস্ট বাই’র শোরুম চালু

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রতিষ্ঠান আরএফএল এবার মুন্সিগঞ্জে ‘বেস্ট বাই’র শোরুম চালু করেছে।

হাউজহোল্ড প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দুরন্ত বাইসাইকেল, রিগ্যাল ফার্নিচার, ভিশন ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য এ শোরুমটি চালু করা হয়েছে।

সম্প্রতি আরএফএল’র ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল মুন্সিগঞ্জ সদর থানা রোডে শোরুমটির উদ্বোধন করেন। বুধবার (১২ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরএন পাল জানান, মানসম্মত সেবা ও ক্রেতাদের চাহিদাপূরণে এ আউটলেটটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব স্থানে ‘বেস্ট বাই’র শোরুম চালু করা হবে। ‘বেস্ট বাই’কে সর্ববৃহৎ রিটেইল চেইন শপ করার লক্ষ্যে আরএফএল কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- বেস্ট বাই’র ইনচার্জ রাহাত জাহান শামীম, সিনিয়র সেলস ম্যানেজার মিজানুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঢাকাসহ সারাদেশে ১৫০টির বেশি ‘বেস্ট বাই’র শোরুম রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa