[x]
[x]
ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪২৫, ২১ এপ্রিল ২০১৮

bangla news

তিনদিন পর পুঁজিবাজারে মূল্য সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১২ ৩:২২:২৬ পিএম
প্রতিকী ছবি

প্রতিকী ছবি

ঢাকা: টানা তিন কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেনের পর সপ্তাহের চতুর্থ  কার্যদিবস বুধবার (১২ জুলাই) সূচকের পতন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। বাজার সংশ্লিষ্টরা বাজারের এই অবস্থানকে মূল্যসংশোধন বলে মনে করেন।

দিনভর সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৯ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১০০ পয়েন্ট।

এর আগের (গত রবি,সোম এবং মঙ্গলবার) টানা তিন কার্যদিবস উভয় বাজারে উত্থান হয়েছে। ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩৪ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার ২৯৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৯১৪ কোটি ২৮ লাখ ৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৩২০ কোটি ৬৮ লাখ ৬৫ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছে ১ হাজার ২৬৪ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকা।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে৩৯ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১০ পয়েন্টে কমে ২ হাজার ১১৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৫ দশমিক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৩১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০০ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১০ হাজার ৮৫১পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬২১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৬ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮১ কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৯০০ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ৮৫ কোটি ৮৩ লাখ ৫ হাজার ৯৪৭ টাকার। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ২১০টির এবং ১৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa