ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

ডিএসইএক্স ও বাজার মূলধনে রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ডিএসইএক্স ও বাজার মূলধনে রেকর্ড

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন লেনদেন, সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে টানা দুই কার্যদিবসে সূচক বাড়লো।

সোমবার (১০ জুলাই)  দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫২ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১০০ পয়েন্ট।

আর এই সূচক বাড়ার ফলে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ নতুন রেকর্ড গড়লো।

এর আগের রেকর্ডটি ছিলো ৫ হাজার ৭৮২ পয়েন্টে। সোমবার সেই রেকর্ড ভেঙে ৫ হাজার ৮২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটির যাত্রা ২০১৩ সালের জানুয়ারিতে শুরু হয়।

এদিকে সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় রোববারের চেয়ে বাজার মূলধন ৩ হাজার ১০১ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ১৫৯ কোটি ৯২ লাখ ৩২ হাজার টাকায়। যা পুঁজিবাজারের ইতিহাসে বাজার মূলধনের সর্বোচ্চ রেকর্ড।

ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে ৪৪কোটি ৫৯ লাখ ১৭ হাজার ২৬৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ২৬৪ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৬০ কোটি ৪১ লাখ ৭১ হাজার টাকার। তার আগের দিন লেনদনে হয়েছিলো ১ হাজার ৫ কোটি ৪৬ লাখ ৪ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১৩ পয়েন্টে বেড়ে ২ হাজার ১২২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯২০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮১ কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৮৫ কোটি ৮৩ লাখ ৫ হাজার ৯৪৭ টাকার। তার আগের দিন লেনদনে হয়েছিলো ৬২ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ৭৯ কোটি ৩৯ লাখ ৬৯ হাজার ৬২ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৯২টি এবং ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।