ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

টানা তিনদিন পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জুন ২১, ২০১৭
টানা তিনদিন পুঁজিবাজারে উত্থান

ঢাকা: মঙ্গলবারে মতোই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ জুন) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। 

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন, বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর ফলে রোববার মূল্যসংশোধনের পর টানা তিন কার্যদিবস (সোম ও মঙ্গ এবং বুধবার) পুঁজিবাজারের উত্থান হলো।

বুধবার‌ ( জুন ২১) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে  ডিএসইতে লেনদেন শুরু হয়।  যা অব্যাহত ছিলো দিনের লেনদেনের শেষ পর্যন্ত। দিন শেষে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ ও রসায়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।  

এদিন দেশের  প্রধান  পুঁজিবাজার  ঢাকা  স্টক  এক্সচেঞ্জে  (ডিএসই সূচক বেড়েছে ৪০পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম  স্টক  এক্সচেঞ্জে  (সিএসই) সূচক বেড়েছে ৯৫ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তায় শেয়ারের দাম বাড়ছে।  ঈদ উপলক্ষ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে চলে গেছেন। এখন বাজারে তারা নেই বললেই চলে। ফলে যারা শেয়ার কেনা-বেচা করছেন তারা বেশির ভাগই প্রাতিষ্ঠানিক ও বড় বড় ব্যক্তি বিনিয়োগকারী।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ২১ কোটি ৮ লাখ ৬৬ হাজার ৪৭১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭০০ কোটি ৪১ লাখ ১৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো  ৬৪৪ কোটি  ৭৪ লাখ ২৪ হাজার টাকার।

এদিন তিন  সূচকে  পথ  চলা  ডিএসই  ব্রড  ইনডেক্স  আগের  কার্যদিবসের চেয়ে ৪০ দশমিক  ৪৭ পয়েন্ট  বেড়ে ৫ হাজার ৫৬৭ পয়েন্টে  দাঁড়িয়েছে।  প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০
মূল্য  সূচক ১৩ দশমিক ৫৪ পয়েন্টে বেড়ে ২ হাজার ৬৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮০পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৮কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫০১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮ কোটি  ২৩ লাখ ৯৭ হাজার ৬৫৭ টাকার।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ৬৮টির এবং ২৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।