ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

বাজেট ঘোষণার দিন ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জুন ১, ২০১৭
বাজেট ঘোষণার দিন ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন দেশের পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠামানা শেষে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। ফলে টানা তিন কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়লো।

আগের দুই দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৭ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ১৫ কোটি ১২ লাখ ৪২ হাজার ৯৬৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫২৬ কোটি ৪ লাখ ১৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫০৬ কোটি ১৯ লাখ৭৯ হাজার  টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩১৭ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৩৪২ কোটি ১ লাখ টাকা।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৫ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ০২২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৭ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৭ লাখ ৭৪ হাজার ৮৭৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৭ কোটি ৩০ লাখ ৬৫ হাজার টাকা। তার আগের দিন লেনদনে হয়েছিলো ২৩ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার ৪৫৬ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৫০ কোটি ৭৬ লাখ ৩১ হাজার টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৫টি, কমেছে ৭৫টি এবং ২৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।