ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মেডিটেশন সেবায় ভ্যাট বসছে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মে ২৭, ২০১৭
মেডিটেশন সেবায় ভ্যাট বসছে না

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মেডিটেশন সেবা বা ধ্যানচর্চার ওপর ভ্যাট বসছে না। এ থেকে খুব সামান্যই ভ্যাট পাওয়া যায়। এটা আগের মতোই থাকবে। সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

২০১৪ সালের বাজেট বক্তৃতায় প্রথম মেডিটেশন সেবাকে ভ্যাটের আওতামুক্ত করার ঘোষণা দেন অর্থমন্ত্রী। ওই বক্তৃতায় তিনি বলেন, মেডিটেশন সেবা গ্রহণ করে হতাশাগ্রস্ত অনেক মানসিক ও শারীরিক ব্যাধিগ্রস্ত মানুষ মুক্তির প্রয়াস পায়।

সে জন্য এ সেবার উপর প্রযোজ্য কর প্রত্যাহারের প্রস্তাব করছি। গত বাজেটে ভ্যাট আরোপ করা হলেও পরে সেটি প্রত্যাহার করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।