ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

বেড়েছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৭
বেড়েছে সূচক ও লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ মে) দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন উভয় বাজারে বেড়েছে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে টানা দুই কার্যদিবস উত্থান হলো। তবে তার আগের টানা তিন কার্যদিবস সূচক পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়।

মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯ পয়েন্ট, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ২৯ পয়েন্ট।
 
ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ১৬ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ৬৯৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬১২ কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬০ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছে ৪৫৮ কোটি ২৪ লাখ ১২ হাজার টাকা।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএস-৩০ মূল্য সূচক ৩ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৪ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।  
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টি, কমেছে ১২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৪৪৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৪ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ২৪৭ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১২টি, কমেছে ৮৮টি এবং ৩১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।