ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

বিবিএস ক্যাবলসের আইপিও’র আবেদন শুরু মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
বিবিএস ক্যাবলসের আইপিও’র আবেদন শুরু মঙ্গলবার

ঢাকা: বিবিএস ক্যাবলসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন মঙ্গলবার (২৩মে) সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে আগামী ০৪ জুন পর্যন্ত। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ১০ টাকা দামে দুই কোটি শেয়ারের বিনিময়ে কোম্পানিটি পুঁজিবাজার থেকে আইপিও’র মাধ্যমে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এ লক্ষ্যে গত ১৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির আইপিও অনুমোদন দেয়।


 
আইপিও’র টাকা দিয়ে কোম্পানির প্লান্ট ও মেশিনারিজ ক্রয়, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিও’র খরচ বাবদ এই টাকা ব্যবহার করা হবে।
 
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
 
২০১৫-১৬ অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে দুই দশমিক ৪৬ টাকা। আর ২০১৬ সালের ৩০ জুনে শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ দশমিক ৮৭ টাকা।
 
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমএফআই/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।