ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

ঢাকা: শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি(বাজুস)।  
বৃহস্পতিবার (১৮ মে) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।

ড. মইনুল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বাজুসের পক্ষে সিনিয়র সভাপতি এমএ হান্নান আজাদ আট সদস্যের ব্যবসায়ী দলের নেতৃত্ব দেন।

এনবিআর চেয়ারম্যানের নির্দেশে এবং এফবিসিসিআই এর সভাপতির অনুরোধে শুল্ক গোয়েন্দার সদর দপ্তরে রাত সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত বাজুস নেতাদের সাথে এই আলোচনা হয়।

 

পরে নেতৃবৃন্দের সাথে সফল আলোচনার পরিপ্রেক্ষিতে ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সারাদেশে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট

বাংলাদেশ সময় ২৩১৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।