ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

এক কার্যদিবস পর ফের কমলো সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এক কার্যদিবস পর ফের কমলো সূচক

ঢাকা: এক কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর ফের পতনের বৃত্তে ফিরলো দেশের পুঁজিবাজার। তবে সূচক কমলেও বেড়েছে লেনদেন।

সাত কার্যদিবস পর মঙ্গলবার (১৬ মে) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়। একইদিন চার কার্যদিবস পর সূচক ঊর্ধ্বমুখী হয় অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।


 
তবে একদিন পরই চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ মে) উভয় বাজারে সূচক পতন হলো। এদিন সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম, বাজার মূলধন কমেছে, বেড়েছে লেনদেন।

এদিন ডিএসইতে সূচক কমেছে ৬ পয়েন্ট, সিএসইতে কমেছে ১০ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ১৮ কোটি ১ লাখ ৮৫ হাজার ৫৫০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৮৪ কোটি ৪ লাখ ৫২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬৩ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৭ কোটি ৯৮ লাখ ৭১ হাজার টাকা।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ১ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে এদিন ডিএস-৩০ মূল্যসূচক ৪ পয়েন্ট বেড়ে  ২ হাজার ২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টি, কমেছে ১৫৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০ দশমিক ২২ পয়েন্ট কমে ১০ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৮৬৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩ কোটি ২৯ লাখ ৪৮ হাজার ১৩৬ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ২৯ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৪০৩ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৭ লাখ ৬ হাজার ৪২০ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৮টি, কমেছে ১৩১টি এবং ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।