ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিকাশ’র সহায়তায় কাপাসিয়ায় বই পড়া কর্মসূচি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
বিকাশ’র সহায়তায় কাপাসিয়ায় বই পড়া কর্মসূচি কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি

ঢাকা: দেশের শীর্ষ স্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৭টি স্কুলে বই পড়া কর্মসূচি শুরু করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। বই পড়ার মাধ্যমে আলোকিত মানুষ গড়া এ কর্মসূচির লক্ষ্য।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ লিমিটেডের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স সাবের শরিফ, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাকছুদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসান।

উপজেলার বঙ্গতাজ আদর্শ উচ্চ বিদ্যালয়, ভূবনের চালা উচ্চ বিদ্যালয়, বড়ছিট আদর্শ উচ্চ বিদ্যালয়, নলগাঁও উচ্চ বিদ্যালয়, কামারগাঁও উচ্চ বিদ্যালয়, চিনাডুলী বাঘিয়া এমআর উচ্চ বিদ্যালয় ও আলাউদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে এ বই পড়া কর্মসূচি শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।