Alexa
ঢাকা, রবিবার, ১৬ বৈশাখ ১৪২৪, ৩০ এপ্রিল ২০১৭
bangla news
symphony mobile

খুলনায় চাকরি মেলা শুরু রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৪-২০ ৩:৪৫:৩৪ পিএম
বিডিজবসের আয়োজিত সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিডিজবসের আয়োজিত সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী চাকরি মেলা। বিডিজবস ডটকমের আয়োজনে বোরবার (২৩ এপ্রিল) মহানগরীর ইউনাইটেড ক্লাব প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডিজবস ডটকমের সিনিয়র ম্যানেজার মো. আলী ফিরোজ।

তিনি বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ, এসিআই, ওএমসি গ্রুপ, রেনাটা লিমিটেডসহ দেশি বিদেশি ৪০টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে। তারা দুই শতাধিক লোকবল নিয়োগ করবে।

মেলার প্রথম দিনে প্রতিষ্ঠানগুলো তাদের আগে থেকে ঘোষণা করা পদেরও বিপরীতে চাকরি প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত সংগ্রহ করবে। দ্বিতীয় দিনে ২৪ এপ্রিল বাছাইকৃত আবেদনকারীদের অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎকার নেবেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এমআরএম/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা বিভাগের সর্বোচ্চ পঠিত

You May Like..