ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

চতুর্থ কার্যদিবস পুঁজিবাজারে মূল্য সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
চতুর্থ কার্যদিবস পুঁজিবাজারে মূল্য সংশোধন

ঢাকা: টানা দুই দিন সূচকের ঊর্ধ্বম‍ুখী প্রবণতায় লেনদেনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৫ পয়েন্ট।

পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে তার আগের দুই কার্যদিবস সোম ও মঙ্গলবার সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

বুধবার (০৫ এপ্রিল) বাজারের মূল্য সংশোধন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, কয়েকদিন টানা দাম বাড়লে, এরপর দাম কমে, এটাই পুঁজিবাজারে স্বাভাবিক নিয়ম। এতে বিচলিত হওয়ার কিছু নেই।

ডিএসই’র তথ্য মতে, ডিএসইতে ৩০ কোটি ১৭ লাখ ৩২ হাজার ২১১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ কোটি ৮০ লাখ ১৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৮৩ কোটি ১৫ লাখ ৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৩৮ কোটি ২৮ লাখ ৮ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪১ কোটি ৬ লাখ ৭২ হাজার টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ দশমিক ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৭৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৪৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৯ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ৬ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৮টি, কমেছে ১৭৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৪ দশমিক ৭০ পয়েন্ট কমে ১০ হাজার ৮৩৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৪কোটি ৬৩ লাখ ৫৮ হাজার ৭২৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৬ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৬৫৫ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ৯২৬ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৫৪ কোটি ৩১ লাখ ৩৯ হাজার টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯০টি, কমেছে ১৩৮টি এবং ২৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এমএফআই/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।