ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

কমেছে সূচক বেড়েছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
কমেছে সূচক বেড়েছে লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৯ মার্চ) সূচকের নিম্মমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৬ পয়েন্ট। তবে তার আগের দিন ডিএসইতে সূচক বেড়েছিলো ৩৯ আর সিএসইতে বেড়েছিলো ৭৬ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩৩ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ৭৬৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪ কোটি ৮৮ লাখ ৪২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৯৫ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৭৭ কোটি ১৫ লাখ ৩৬ হাজার টাকা।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ দশমিক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৩ পয়েন্টে।

তবে ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৯ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ৩ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৬ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১০ হাজার ৭৬১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ৬০০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৬ কোটি ৫০ লাখ ৯০ হাজার ৬১২ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৮৬ লাখ ২৮ হাজার ৭ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১৬৮টির এবং ২১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।