ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের আগুন নেভানোর তৎপরতায় নিয়োজিত ফায়ার সার্ভিস কর্মীরা/ছবি-দীপু মালাকার

ঢাকা: বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত সময়েই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল।

শুক্রবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আহমেদ জামাল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি। জিএমের রুমের ইউপিএস বা অন্য কিছু থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।

আমাদের আমাগী ২৮ মার্চের মধ্যে প্রদিবেদন দেওয়ার কথা রয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন দিতে পারবো।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ ব্যাংকের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির মধ্যে অন্য দুই সদস্য হলেন লে. কর্নেল (অব.) মো. মাহমুদুল হক খান চৌধুরী ও ব্যাংকের কমনসার্ভিস ডিপার্টমেন্টের কর্মকর্তা মো. তফাজ্জল হোসেন।

এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
পিএম/ওএইচ/এমজেএফ

**
অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের জিডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।