ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

ডিএসই’র পরিচালক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
ডিএসই’র পরিচালক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা: উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার হোল্ডার পরিচালক নির্বাচন।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় ডিএসই ভবনের নিচ তলায় শুরু হওয়া এ নির্বাচনের ভোট গণনা শেষ হবে বিকেল ৪টায়।

নির্বাচনে দুই পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী।

নির্বাচনে জয়ের প্রত্যাশায় ব্যস্ত সময় পার করছেন তারা। এদের মধ্যে দু’জন প্রবীণ ও দু’জন তরুণ প্রতিযোগী।

এরা হলেন- স্যার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ আতাউর রহমান, রেপিড সিকিউরিটিজের এমডি মো. হানিফ ভূঁইয়া, ধানমণ্ডি সিকিউরিটিজের এমডি মো. মিজানুর রহমান খান ও কান্ট্রি স্টকের এমডি খাজা আসিফ আহমেদ। তারা বর্তমান শেয়ার হোল্ডার পরিচালক খাজা গোলাম রসুল ও মোহাম্মদ শাহজাহানের জায়গায় দায়িত্ব পালন করবেন।

ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের (ডিবিএ) পরিচালক শরীফ আনোয়ার হোসেন  বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ১০টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুস সামাদের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করছেন।

বাকি সদস্যরা হলেন- সিকিউরিটিজ লিমিটেডের এমডি হারুন-উর-রশিদ ও এম অ্যান্ড জেড সিকিউরিটিজের এমডি এম মনজুর উদ্দিন আহমেদ।

ভোটগ্রহণ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে ডিএসইর ৫৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম)।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা মার্চ ২১, ২০১৭
এমএফআই/ওএইচ/জেডএম

**
ডিএসই’র ৪ প্রার্থীর আমলনামা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।