ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে সেন্ট্রাল ও প্যানাসিয়া হাসপাতালকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
হবিগঞ্জে সেন্ট্রাল ও প্যানাসিয়া হাসপাতালকে জরিমানা হবিগঞ্জে সেন্ট্রাল ও প্যানাসিয়া হাসপাতালকে জরিমানা। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: নষ্ট এক্সরে মেশিন ব্যবহার, মূল্য তালিকা থেকে বেশি টাকা আদায় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় হবিগঞ্জ শহরের টাউন হল রোডের সেন্ট্রাল ও প্যানাসিয়া প্রাইভেট হাসপাতালকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আজহারুল ইসলাম ও ভূমি কর্মকর্তা বিজন কমার সিংহ এ জরিমানা করেন।

ইউএনও এটিএম আজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, নষ্ট এক্সরে মেশিন ব্যবহার, মূল্য তালিকা থেকে বেশি টাকা আদায় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেন্ট্রাল হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া প্যানাসিয়া হাসপাতালকে মূল্য তালিকা না থাকায় ও বেশি টাকা আদায় করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নির্জর ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।