[x]
[x]
ঢাকা, বুধবার, ৬ আষাঢ় ১৪২৫, ২০ জুন ২০১৮

bangla news

পুঁজিবাজারে মূল্য সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-১৯ ৩:৫৪:২৮ পিএম
ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

ঢাকা: টানা তিন কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেনের পর সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। তবে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ০ দশমিক ১৩ পয়েন্ট।

এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ডিএসইতে সূচকের  ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন হয়।

এদিন ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা উত্থানের পর দরপতন, এটা পুঁজিবাজারের স্বাভাবিক প্রক্রিয়া। যা মূল্য সংশোধন।

রোববার (১৯ মার্চ) শেয়ার কেনার চেয়ে বিক্রির প্রবণতা বেশি থাকায় সূচক কমেছে বলে মনে করেন তারা।

ডিএসই’র তথ্য মতে, ডিএসইতে ৩৫ কোটি ৯১ লাখ ২০ হাজার ৭৮৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬৪ কোটি ৬ লাখ ৫৮ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৭২ কোটি ৫২ লাখ ৬৭ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৫ দশমিক ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯৫ পয়েন্টে। প্রধান সূচক কমেলেও এদিন ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে শরীয়াহ্ সূচক ৩ দশমিক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ৩০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ০ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭২৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭২ কোটি ৭২ হাজার ২৫৬ টাকা।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯২টি, কমেছে ১৩১টি এবং ৩০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এমএফআই/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa